শিরোনাম :

  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫

ধর্ম প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত ছিলেন

নিজস্ব প্রতিবেদক।
শনিবার রাতে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনাভাইরাস আক্রান্ত ছিলেন। তার নমুনা পরীক্ষায় করো না ধরা পড়েছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হুসাইন। রোববার (১৪ জুন) সকাল সোয়া ১০টায় গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

তিনি আরও জানান, ধর্ম প্রতিমন্ত্রীর মরদেহ গোপালগঞ্জে নেওয়া হবে। সেখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে।

এর আগে শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

দেশনিউজ/জেএএ