শিরোনাম :

  • শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

রাজধানীতেও ঢুকে পড়েছে বন্যার পানি

নিজস্ব প্রতিবেদক।

টানা বর্ষণে সৃষ্টি হওয়া বন্যার পানি এখন রাজধানীতেও পৌঁছেছে। ফলে দুর্ভোগে শিকার হচ্ছে ঢাকার নিচু এলাকার পারিবারগুলো।

জানা গেছে, রাজধানীর বাড্ডা ও ডেমরা এলাকায় ইতোমধ্যে বন্যার পানি ঢুকে গেছে। এছাড়াও কোনাপাড়া বাজারেরও বিভিন্ন দোকানপাট, বাড়ি ও ভবনে বন্যার পানি ঢুকে গেছে। কোনাপাড়ার নতুন ঢালাই করা রাস্তা দিয়ে অল্প সামনে এগোলে দেখা যায়, ওই এলাকার সব ভবন, দোকানপাট ও বাড়িতে পানি প্রবেশ করেছে। অনেকে যাতায়াত করছেন নৌকায়।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, ‘কেবল কোনাপাড়া নয়, ঢাকার পূর্ব দিকে ডেমরা, জুরাইন, মাদারটেক, খিলগাঁও, বাড্ডা, সাঁতারকুল—এসব অঞ্চলগুলোর যে নিচু এলাকা আছে, সেখানে পানি উঠেছে। এগুলোতে মূলত বালু নদী ও শীতলক্ষ্যার পানি প্রবেশ করেছে।’

রাজধানীর ডেমরা এলাকার বাসিন্দারা জানান, ১৯৯৮ সালের পর ঢাকায় এমন বন্যা হয়নি। অনেক বাড়িঘরে পানি ঢুকে গেছে। কোনো কোনো এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে, ১০ দিনের বেশি হয়েছে। আবার কোথাও কোথাও সপ্তাহখানেক হলো বন্যার পানি প্রবেশ করেছে। এসব এলাকার অনেক জায়গায় বাড়িঘরে পানি প্রবেশ না করলেও আশপাশে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

ডিএন/এফএন/জেএএ/৭:৩৫পিএম/৩০৭২০২০২৫