আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
চলে গেলেন সুরকার আলাউদ্দিন আলী
নিজস্ব প্রতিবেদক|
না ফেরার দেশে চলে গেলেন দেশের বরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী। (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ রোববার সন্ধ্যা ৬ টার দিকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল) মৃত্যুবরণ করেন তিনি ।
গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলীর মেয়ে আলিফ আহমদ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার ভোর পৌনে পাঁচটায় আলাউদ্দিন আলীকে হাসপাতালে ভর্তি করে পরিবার। এসময় শ্বাসকষ্টের তীব্র সমস্যা থাকায় চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নিয়ে যায়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আলাউদ্দিন আলী ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণসহ শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। ক্যান্সারেও আক্রান্ত তিনি।
২০১৫ সালের ৩ জুলাই এক পরীক্ষায় তার ফুসফুসে টিউমার ধরা পড়ে। বাংলাদেশ ও ব্যাংককে তার চিকিৎসা হয়েছে। সাভারে সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অব প্যারালাইজড কেন্দ্রেও চিকিৎসা নিয়েছিলেন দীর্ঘদিন।
ডিএন/ইএন/জেএএ/৬:২৬পিএম/৯৮২০২০১৯