শিরোনাম :

  • শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহকে হেনস্তাকারিদের শাস্তি দাবি জেইউজের

ফেনীর সোনাগাজীতে বেড়াতে গেলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি এম. আবদুল্লাহকে কোন কারণ ছাড়াই আটক ও দীর্ঘ সময় বসিয়ে রেখে পুলিশ হেনস্তার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে)। শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, বোনের বাড়িতে ভাই বেড়াতে যেতে পারবেন না এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশে। পারিবারিক আয়োজনেও পুলিশ হানা দিবে। সভ্য সমাজে এটি চলতে পারে না। এ ধরনের আচরণ থেকে পুলিশকে বিরত থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ। পরিচয় জানার পরও অতিউৎসাহী যে সব পুলিশ কর্মকর্তা হয়রানি ও হেনস্তা করেছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণের দাবি জানান নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম. আইউব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, সংগঠনের সহসভাপতি কাজী রকিবুল ইসলাম, যুগ্ম সম্পাদক এসএম ফরহাদ, লোকসমাজের ডেপুটি ইউনিট চিফ মীর মঈন হোসেন মুসা, সদস্য বিএম আসাদ ও শেখ আব্দুল্লাহ হুসাইন। সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আকরামুজ্জামান।

খবর বিজ্ঞপ্তির