• শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বিএনপি পিঠ বাঁচাতে নির্বাচনে যাচ্ছেঃ দাবি মতিয়া চৌধুরীর

Motiaনিজস্ব প্রতিবেদকঃ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি ‘পিঠ বাঁচাতে’ পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়ন দেখে বিএনপি এখন দিশেহারা। তারা এখন পিঠ বাঁচাতে পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে।’

শুক্রবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জহির রায়হান মিলনায়তনে দুইদিনব্যাপী উদ্ভিদ বিজ্ঞানবিষয়ক বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর এ সদস্য।

মতিয়া চৌধুরী আরো বলেন, আওয়ামী লীগ সরকার কৃষি খাতে ব্যাপক উন্নয়ন করেছে। তা দেখে বিএনপি-জামায়াত এখন বিদেশিদের হত্যা করে দেশকে অশান্ত করার চেষ্টা করছে।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
আগামী ৩ ডিসেম্বর সারাদেশে ২৩৪ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম মেয়র পদে দলীয় ভিত্তিতে নির্বাচন হচ্ছে। তবে কাউন্সিলরা আগের মতোই স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন। এ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ নির্বাচন কমিশনের নিবন্ধিত কয়েকটি দল নিজ নিজ প্রতীকে অংশ নিচ্ছে।

Print Friendly, PDF & Email