আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
সুষ্ঠু হবে না জেনেও পৌর নির্বাচনে যাচ্ছে বিএনপি?: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও শুধুমাত্র গণতন্ত্রের স্বার্থে বিএনপি এতে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি মঙ্গলবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকার আসন্ন পৌর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে দিবে না, এটা আমরা জানি। তারপরও গণতান্ত্রিক স্বার্থে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করব।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মাঝপথে নির্বাচন থেকে সরে আসা নির্ভর করে পরিস্থিতির ওপর। সরকার পরিস্থিতি তৈরি করলে বিএনপির কিছুই করার থাকে না। তবে বিএনপি নির্বাচনমুখি দল, সব সময় নির্বাচনে থাকতে চায়।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বাংলাদেশ তার রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত সংকটকাল অতিক্রম করছে। সরকার গণতান্ত্রিক স্পেসকে সঙ্কুচিত করে ফেলেছে।’
তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানবাধিকার অর্জনের জন্য যুদ্ধ করেছিল। দুর্ভাগ্যক্রমে সেই অধিকার থেকে মানুষ এখন বঞ্চিত।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সংগ্রাম সেই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য, কথা বলার অধিকার আদায়ের জন্য। বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রেমী, গণতন্ত্রের সংগ্রামে তারা সব সময় অংশগ্রহণ করেছে।’
এর আগে সকালে মির্জা ফখরুলের সভাপতিত্বে কার্যালয়ে বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সারোয়ার, ফজলুল হক মিলন, দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।