আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
খালেদা জিয়ার সঙ্গে পঙ্কজের বিদায়ী সাক্ষাত
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ। চেয়ারপারসনের কার্যালয় সূত্র জানিয়েছে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান পঙ্কজ শরণ। এর অল্প পরেই সাক্ষাৎ-বৈঠক শুরু হয়। সূত্র মতে বৈঠকটির জন্য খালেদা জিয়ার সিউিউলে আধঘন্টা সময় রাখা হয়েছে। এটি কম বেশী হতে পারে।
এদিকে বুধবার রাতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের বাসায় গিয়েছিলেন পঙ্কজ সরণ। রাত আটটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় দু ঘণ্টার মতো সেখানে ছিলেন তিনি। সূত্র মতে, ড. মঈন খান হাই কমিশনারের বিদায় উপলক্ষ্যে একটি নৈশভোজ আয়োজন করেছিলেন। সেখানে সদ্য কারামুক্ত দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশে তিন বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালনকারী পঙ্কজ শরণ ভারতের রাষ্ট্রদূত হিসেবে মস্কো মিশনে যোগ দিতে যাচ্ছেন। শিগগির তিনি তার কর্মস্থলে যোগ দেবেন বলে জানিয়েছেন।