শিরোনাম :

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বহিরাগতদের হামলা-সংঘর্ষ-পুলিশের গুলি, সাংবাদিকসহ আহত ৫

Noyapolton-police-2নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কিছু বাহিরাগতদের প্রবেশ নিয়ে সংঘর্ষ হয়। এতে সাংবাদিকসহ ৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুঁড়ে। শনিবার বিকেল পৌনে চারটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেল পৌনে চারটার দিকে একদল লোক মিছিল নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে। এসময় কার্যালয়ে থাকা ছাত্র ও যুবদলের নেতাকর্মীরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে চার বহিরাগত লোক আহত হয়। সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে অন্যদের সঙ্গে শীর্ষ নিউজের প্রতিবেদক মঈন আরিফও আহত হন। তিনি কাকরাইলের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, মিছিল নিয়ে আগতরা বিভিন্ন সময় নিজেদের আসল বিএনপি বলে দাবি করে আসছিলেন। প্রকৃতপক্ষে তারা কেউ কখনোই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।