ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনের
শর্ত সাপেক্ষে আ.লীগ-বিএনপিকে দলীয় কার্যালয়েই সমাবেশের অনুমতি ডিএমপি ও ডিএনসিসির
নিজস্ব প্রতিবেদকঃ শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ ও বিএনপিকে নিজ নিজ দলীয় কার্যালয়ের সামনে সভা করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পর দুই দলকে নিজ নিজ কার্যালয়ের সামনে সভা করার অনুমতি দিল ডিএমপি।
সোমবার বিকেলে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, শর্তসাপেক্ষে বিএনপি ও আওয়ামী লীগকে দলীয় কার্যালয়ের সামনে সভা করার অনুমতি দিয়েছে ডিএমপি।
এর আগে বিএনপিকে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশেষ বিবেচনায় সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। একই দিন বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।
ডিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আছাদুজ্জামান মিয়া বলেন, ‘উভয় দলকেই তাদের কার্যালয়ের অভ্যন্তরে এবং সামনে কতিপয় শর্তসাপেক্ষে কাল দুপুর ২টা থেকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ শর্তগুলোর মধ্যে রয়েছে, মিছিল করে সমাবেশে আসা যাবে না, ফেস্টুন-ব্যানারের আড়ালে লাঠি বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা যাবে না, রাস্তা অবরোধ করে যানজট সৃষ্টি করা যাবে না। আমরা যে চৌহদ্দি বলে দেব তার মধ্যে সমাবেশকে সীমাবদ্ধ থাকতে হবে। মাগরিবের নামাজের আগেই এ সমাবেশ শেষ করতে হবে।’
গুরুত্বপূর্ণ কোনো সড়কে বা স্থানে সমাবেশ-মিছিল বা র্যালি করার ক্ষেত্রে সতর্ক থাকতে রাজনৈতিক দুটি দলকেই আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। পাশাপাশি ৫ জানুয়ারি এ দুই সমাবেশে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না নয়, সে জন্য দুই দলের নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানান সাঈদ খোকন। বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলই মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আহ্বান করে।