শিরোনাম :

  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে, সতর্ক পুলিশ

0001নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী ডাকে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। গতকাল বুধবার জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে এই হরতাল ডাকে দলটি। জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ হরতাল ঘোষণা করেন।

বিবৃতিতে বলা হয়, ‘মাওলানা মতিউর রহমান নিজামীকে ঠাণ্ডা মাথায় সরকারের নির্ধারিত ছকে হত্যা করে সরকার পরিকল্পিতভাবে দেশকে এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে চায়। সরকারের জুলুম, নির্যাতন ও মাওলানা মতিউর রহমান নিজামীকে পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করছি।’

রাজধানী ঢাকায় হরতালের প্রভাব তেমন দেখা যায়নি। সকাল থেকে কর্মমুখী মানুষেরা গণপরিবহন ছাড়াও বিভিন্ন মাধ্যমে গন্তব্যে যাচ্ছেন। তবে দূরপাল্লার যান চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে।
হরতালের সমর্থনে সকালে রাজধানীর মগবাজার, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় জামায়াতের নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করেছে। তবে পুলিশ আসার আগেই এসব মিছিল ছত্রভঙ্গ হয়ে গেছে।