শিরোনাম :

  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

এবার জাপার সংসদীয় দলের বৈঠক ডেকেছেন রওশন

rowShonনিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ মঙ্গলবার জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠক ডেকেছেন। রওশনপন্থী নেতা প্রতিমন্ত্রী মুজিবুল হক এ তথ্য জানিয়েছেন।

জাতীয় সংসদ ভবনে বিকেল তিনটায় জাপার সংসদীয় দলের ওই বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করতে পারেন জাপার সংসদীয় দলের প্রধান রওশন।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সাথে ক্ষমতার দ্বন্দ্বে নিজের শক্তিমত্তা দেখাতেই দৃশ্যত রওশন এ পদক্ষেপ নিলেন।
এরশাদ রবিবার রংপুরে সংবাদ সম্মেলন করে ছোট ভাই জি এম কাদেরকে জাপার কো-চেয়ারম্যান ও দলে তার উত্তরসূরি ঘোষণা করেন।
একই সঙ্গে জি এম কাদেরকে আহ্বায়ক ও এ বি এম রুহুল আমিন হাওলাদারকে সদস্যসচিব করে জাপার ত্রিবার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন।

এরশাদের ওই ঘোষণায় দলের ভেতরে তীব্র প্রতিক্রিয়া হয়। পরদিনই স্ত্রী রওশনের নেতৃত্বে দলের একটি অংশের বিদ্রোহের মুখে পড়েন এরশাদ। দলের মহাসচিব ও ১৮ সাংসদসহ একটা অংশ সোমবার যৌথ সভা করে রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছে।

ওই ঘোষণার এক ঘণ্টার মাথায় রংপুরে সংবাদ সম্মেলন ডেকে এরশাদ বলেন, রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করাটা অবৈধ।

উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার বেলা দুইটায় রাজধানীর বনানীতে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন এরশাদ। একই দিন রওশন ডেকেছেন জাপার সংসদীয় দলের বৈঠক।

পর্যবেক্ষকদের ধারণা, সাবেক স্বৈরশাসক এরশাদ তার অবস্থানে অটল থাকলে জাতীয় পার্টি আরেক দফা ভাঙনের দিকে এগিয়ে যাবে। তবে এরশাদের সুবিধাবাদী চরিত্রের কারণে তিনি আবারো সমঝোতার পথ বেছে নিতে পারেন বলেই মনে করছেন অনেকে।