• শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ইউপিতে ঐক্যবদ্ধভাবেই নির্বাচন করবে ২০ দলঃ মহাসচিবদের বৈঠকে সিদ্ধান্ত

0002নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেবে ২০ দলীয় জাট। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জোটের মহাসচিবদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। শুক্রবার রাত আটটার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈঠক শুরু হয়ে এখনো চলছে।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে শরিক দলের মহাসচিবরা উপস্থিত রয়েছেন।

এবারের ইউপি নির্বাচনে মোট ছয় ধাপে ৪২৭৯ ইউনিয়নে স্থানীয় সরকারের এ নির্বাচনের আয়োজন হবে। প্রথম ধাপে ৭৫২ ইউপির ভোট হবে ২২ মার্চ।

এরপর ৩১ মার্চ ৭১০টি ইউপি, ২৩ এপ্রিল ৭১১টি ইউপি, ৭ মে ৭২৮টি ইউপি, ২৮ মে ৭১৪টি ইউপি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট হবে।

Print Friendly, PDF & Email