ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
আরিফুল হকই সিসিক মেয়র
- ১১ আগস্ট, ২০১৮
সিলেট প্রতিনিধিঃ সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আরিফুল হক চৌধুরী ৬২০১ভোটে বিজয়ী হয়েছেন। স্থগিত দুই কেন্দ্রের ভোটের ফল পাওয়ার পর বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয় মেয়াদে মেয়র হলেন তিনি। দুই কেন্দ্রের ভোটে বিএনপির প্রার্থী আরিফুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২১০২ ভোট। আওয়ামী লীগের প্রাথী বদরউদ্দিন আহমেদ কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ৫২৭ ভোট। সব মিলিয়ে আরিফুল হক ভোট পেয়েছেন ৯২৫৯৮। কামরান পেয়েছেন ৮৬৩৯৭।