শিরোনাম :

  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫

টঙ্গীকে আন্দোলনের দুর্ভেদ্য ঘাঁটিতে পরিনত করতে হবেঃ ফখরুল

নিজস্ব প্রতিবেদকঃ ক্ষমতাসীন সরকারকে দানব হিসেবে বর্ণনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে মুক্ত করতে ঐক্যবদ্ধভাবে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ টঙ্গীকে আন্দোলনের দুর্ভেদ্য ঘাঁটিতে পরিনত করতে হবে।
আজ গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপির ৫ এমপির শপথ যেমন দলীয় সিদ্ধান্তে তেমনি মহাসচিব হিসাবে আমার শপথ গ্রহণ না করাও দলীয় সিদ্ধান্ত। এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই। টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইলামিক ফাউন্ডেশন চত্ত্বরে নগর বিএনপির সভাপতি আলহাজ্ব হাসান উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মাজহারুল আলম, কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান, মহানগর সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, সহসভাপতি মো. আফজাল হোসেন কায়সার, মো. শহীদ উজ্জামান, আহম্মদ আলী রুশদী, বিএনপি নেতা শাহ মো. রিয়াজুল হান্নান, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম শুক্কুর, পাপ্পু সরকার প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের ষোলো কোটি মানুষের নেত্রী, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া এখন কারারুদ্ধ। কারাগারে বসেই তিনি প্রতি মুহূর্তে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। প্রতি সপ্তাহে শুধু একটি ম্যাসেজই (বার্তা) পাঠান যাতে যেকোনো মূল্যে আমরা দলকে ঐক্যবদ্ধ রাখি। আর আমরাও এ পর্যন্ত যতগুলো সিদ্ধান্ত নিয়েছি তার সবই বেগম খালেদা জিয়ার সঙ্গে আলোচনা-পরামর্শ করে নিয়েছি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা নির্বাচনে গিয়েছি গণতন্ত্র ও আমাদের দলকে রক্ষা করবার জন্য। হাজার হাজার নেতা-কর্মীর স্বার্থেই নির্বাচনে গিয়েছি। আমরা পার্লামেন্টে গেলাম কেন? এটা অনেকেই প্রশ্ন করেন। এটা নিয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নাই। আমরা পার্লামেন্টে দলের সিদ্ধান্তেই গিয়েছি। যারা পার্লামেন্টে গেছে তাঁরা দলের সিদ্ধান্তেই গেছে। আমি নিজে যাইনি, সেটাও দলের সিদ্ধান্ত।’

মির্জা ফখরুল দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের মাঝে ভুল বোঝাবুঝি দূর করেন। যারা অভিমান করে দূরে সরে আছেন, তাঁদের কাছে টেনে নেন। তাঁদের সঙ্গে সমঝোতা করে এক হোন। এটা জনগণের দাবি। কোটি কোটি নেতা-কর্মীর দাবি, দেশনেত্রী খালেদা জিয়ার দাবি।’

বর্তমান সরকারকে দখলদারি সরকার আখ্যা দিয়ে ফখরুল আরও বলেন, ‘তারা আমাদের ভোট কেড়ে নিয়ে একেবারে সম্পূর্ণ বেআইনিভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে। তাই এটাকে দখলদারি সরকার ছাড়া আর কিছুই বলা যায় না।’