রিজভির ওপর হামলার জের, ছত্রদলের ১২ নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের ১২ নেতা‌কে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রা‌তে দ‌লের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষ‌রিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা‌নো হয়।

বহিষ্কারকৃতরা গত ১১ জুন থে‌কে বয়সসীমা বা‌তি‌ল ক‌রে ধারাবা‌হিক ক‌মি‌টির দা‌বি‌তে আন্দোলনে ছি‌লেন। সর্বশেষ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির ওপর হামলার ঘটনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রচন্ড ক্ষুব্ধ হন বলে জানা গেছে। তাঁর নির্দেশেই বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত ১২ নেতা হ‌লেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকি, ঢাকা মহানগর দক্ষিণের সভাপ‌তি জহির উদ্দিন তুহিন, কেন্দ্রীয় সা‌বেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, সাবেক সহ-সভাপতি ইখতিয়ার কবির, সাবেক সহ-সভাপতি জয়দেব জয়, সাবেক সহ-সভাপতি মামুন বিল্লাহ, সাবেক যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বায়েজিদ আরেফিন, সাবেক সহ-সাধারণ সম্পাদক দবির উদ্দিন তুষার, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক ও সাবেক সদস্য আজীম পাটোয়ারী।

এ ব্যাপারে বহিষ্কৃত সাবেক সহ-সভাপতি ইখতিয়ার কবির আত্মপক্ষ সমর্থন করে গণমাধ্যমকে ব‌লেন, আমরা যৌ‌ক্তিক দা‌বি‌তে আন্দোলন করছি। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন ক‌রে‌ছি। যারা খা‌লেদা জিয়ার মুক্তি আন্দোলনসহ বিগত আন্দোল‌নে সাম‌নে থে‌কে ছাত্রদ‌লের নেতৃত্ব দি‌য়ে‌ছে তা‌দের‌কে এমন প্র‌তিদান দেয়া হ‌বে কখনো ভা‌বি নি। এতে ক‌রে তৃণমূলে ভুল বার্তা যা‌বে। আগামীতে আন্দোল‌নে কাউ‌কে খু‌ঁজে পা‌বে না। ছাত্রদলকে দুর্বল কর‌তে গভীর ষড়যন্ত্র চল‌ছে। যড়যন্ত্রকারীরা আমাদের প্রিয় নেতা দ‌লের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমান‌কে ভুল বার্তা দি‌চ্ছেন। আমা‌দের বিশ্বাস ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভ‌বিষ্য‌তে বুঝ‌বেন ছাত্রদল ধ্বংসের ষড়যন্ত্রকারী কারা।

Print Friendly, PDF & Email