ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনের
বিএনপির ৪ নেতাকে আওয়ামী লীগের সম্মেলনে আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক |
বিএনপির চারজন নেতাকে আওয়ামী লীগ তাদের ২১তম জাতীয় সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে। বৃহস্পতিবার সকালে বিএনপির কাছে এ আমন্ত্রণপত্র পাঠিয়েছে আওয়ামী লীগ।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
আমন্ত্রণ পাওয়া বিএনপির চার নেতা হলেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ ও মির্জা আব্বাস।
দিদার বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জিয়া উদ্দিন আহমেদ ভুঁইয়াসহ তিনজনের একটি প্রতিনিধি দল গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এসেছিলেন আমন্ত্রণপত্র নিয়ে। বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন।
আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন শুরু হবে শুক্রবার।