শিরোনাম :

  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

এই ক্রান্তিলগ্নে ছাত্র সংগঠনসমূহের ঐক্যের বিকল্প নেইঃ শাসনতন্ত্র ছাত্র আন্দোলন

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভায় বন্ধুপ্রতিম ছাত্রসংগঠন সমূহের নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদকঃ দেশের এই ক্রান্তিলগ্নে ছাত্র সংগঠনসমূহের ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম। আজ সোমবার সন্ধায় ইশা আন্দোলনের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বন্ধুপ্রতিম ছাত্রসংগঠন সমূহের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন- দলগত কিছু ভিন্নতা থাকলেও আমরা চাই ছাত্র সংগঠনসমূহের মাঝে মনস্তাত্ত্বিক ঐক্য বজায় থাকুক। সম্মিলিত আন্দোলনের মাধ্যমে ছাত্র সংগঠনগুলো জাতিকে মুক্তির নেতৃত্ব দিক।

সভায় উপস্থিত ছাত্রনেতৃবৃন্দ বলেন- জাতি আজ কঠিন সময় পার করছে। ভারতীয় আধিপত্যবাদ আর সরকারের নতজানু পররাষ্ট্রনীতি আমাদের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। এমতাবস্তায় আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেই। শুধু ইস্যুভিত্তিক নয়; বরং আমাদের মাঝে বুদ্ধিবৃত্তিক ও নিয়মতান্ত্রিকভাবে ঐক্যের এই ধারা অব্যাহত রাখা প্রয়োজন। নেতৃবৃন্দ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনকে বন্ধুপ্রতীম ছাত্র সংগঠনের সাথে মতবিনিময় সভার আয়োজন করায় সাধুবাদ জানান। এমন হৃদ্যতার সংলাপ ও মতবিনিময় সভা সবসময় আয়োজন করারও অভিপ্রায় ব্যক্ত করেন তাঁরা।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরামের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে তলাবায়ে আরাবিয়া‘র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আবদুর রহমান, মুসলিম ছাত্রলীগ এর কেন্দ্রীয় সভাপতি এসএইচ আসাদ খান, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ‘র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আতিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মনির হুসাইন, মুসলিম ছত্রলীগ সেক্রেটারি জান্নাতুল মাওয়া, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ মহাসচিব এহতেশামুল হক সাখী সহ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।