শিরোনাম :

  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫

মুক্তির ৪৮ দিন পর খালেদা-ফখরুল একান্ত বৈঠক

নিউজ ডেস্ক |

খালেদা জিয়ার মুক্তির ৪৮ দিন পর প্রথম এই একান্ত  সাক্ষাৎ পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির আর কোনো সদস্যের সঙ্গে চেয়ারপারসনের একান্ত সাক্ষাৎ হয়নি।

তবে খালেদার জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলছেন না মির্জা ফখরুল।

সোমবার রাত ৯টায় গুলশানে চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা‘য় প্রবেশের সোয়া একঘণ্টা পর বিএনপি মহাসচিব বেরিয়ে নিজের গাড়িতে করে চলে যান বলে নিরাপত্তা কর্মীরা জানান।

চেয়ারপারসনের সঙ্গে মহাসচিবের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে দলের একাধিক জ্যেষ্ঠ নেতা বলেন, ম্যাডাম ডেকেছিলেন মহাসচিবকে। গতকাল তিনি দেখা করেছেন।

গত ২৫ মার্চ নির্বাহী আদেশে ৬ মাস সাজা স্থগিত রেখে খালেদা জিয়াকে মুক্তি দেয় সরকার । মুক্তির পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে থেকে গুলশানের ভাড়া বাসায় ওঠেন সাবেক এই প্রধানমন্ত্রী। এরপর থেকে তিনি চিকিৎসকদের পরামর্শে বাসাতেই আছেন।

ফিরোজার ফটকের নিরাপত্তা কর্মীরা জানান, বাসায় প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রিত। শুধুমাত্র চিকিৎসক টিমের সদস্য এবং কয়েকজন নিকটাত্মীয়ের প্রবেশাধিকার রয়েছে।