শিরোনাম :

  • বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

কামরানের চিরবিদায় নিঃসন্দেহে সিলেটবাসীর জন্য এক বেদনার দিন : ডা. শফিক

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান।

রোববার এক শোকবাণীতে তিনি বলেন, বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে সিলেটবাসী তাদের কাছের স্বজন, প্রিয় রাজনৈতিক নেতা ও গ্রহণযোগ্য এক জনপ্রতিনিধিকে হারালো। এমন ব্যক্তিত্বের চিরবিদায় নিঃসন্দেহে সিলেটবাসীর জন্য এক বেদনার দিন, শোকের দিন।

জামায়াতের আমীর বলেন, সিলেটে সব সময়ই সম্প্রীতির রাজনীতি বহমান। দেশের রাজীনিতিতে যখন চরম বৈরীভাব বিরাজ করে, তখনো সিলেটে রাজনীতির আকাশে সম্প্রীতির সুবাতাস বয়ে যায়। যখনই কোনো সমস্যা, দুর্যোগ বয়ে যায়, তখনই এক টেবিলে বসে সমাধানের পথ বের হয়। আর তা সম্ভব হতো কামরানের মতো ভদ্র, উদার, বিনয়ী ও বন্ধুসুলভ কিছু মানুষের জন্য। আজ তিনি নেই। কামরান এমন একজন জনপ্রতিনিধি ছিলেন যার কাছে দল-মত নির্বিশেষে সবার দুয়ার ছিলো খোলা।
তিনি বলেন, দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামীন বদর উদ্দিন আহমদ কামরানের ভালো কাজগুলোকে গ্রহণ করে তাকে ক্ষমা করে দিন।

ডা. শফিক বলেন, এই প্রিয় ব্যক্তিত্বকে হারিয়ে সিলেটবাসী যেমন দুঃখ ভারাক্রান্ত, আমিও ঠিক ততটুকু ভারাক্রান্ত। আল্লাহ তায়ালা সিলেটবাসীকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমি কামরানের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বিজ্ঞপ্তি