শিরোনাম :

  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশের কিশোরীরা

0001স্পোর্টস ডেস্কঃ মঞ্চটা তৈরি করে রেখেছিলেন তারা আগেই। উদযাপনটা হতে পারতো আরও ৮ মাস আগে। তবে অবশেষে সাফল্যের আনন্দটা বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দলেরই। আর মুখজ্জ্বল বাংলাদেশের ফুটবল সমর্থকদের। এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের গৌরব কুড়ালো বাংলাদেশের কিশোরী দল। রোববার ফাইনালে  তারা ১-০ গোলের জয় পেলো স্বাগতিক নেপালের বিপক্ষে। ফাইনাল খেলার নির্ধারিত তারিখ ছিল গত এপ্রিলে। কিন্তু নেপালে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় পিছিয়ে যায় খেলা।
রোববার কাঠমান্ডুর শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে ফাইনালে বল পায়ে আগাগোড়াই দাপুটে নৈপুণ্য দেখায় বাংলাদেশ তারকারা। ম্যাচের ১৬তম মিনিটে বাম প্রান্ত  থেকে দারুণ এক শটে গোল আদায় করে বাংলাদেশের মারিয়া । ময়মনসিংয়ের প্রত্যন্ত অঞ্চলে কলসিন্দুর গ্রামের ১০জন নারী ফুটবলার জায়গা নেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলে । দলে রয়েছেন রাজশাহী, রংপুর, রাঙামাটি, টাঙ্গাইল ও সাতক্ষীরার আরও ৮ ফুটবলার। এএফসি অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল আসরে বাংলাদেশ দলের নৈপুণ্যটা ছিল নজরকাড়া। গ্রুপ পর্বে ভুটানের বিপক্ষে বাংলাদেশ জয় কুড়ায় ১৬-০ গোলে। শক্তিধর ভারতের সঙ্গে ১-১ গোলের ড্র শেষে সেমিফাইনালেও চমক দেখান বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। সেমিতে  ইরানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটেন মারিয়ারা। আন্তর্জাতিক ফুটবলে ইরানের বিপক্ষে বাংলাদেশের এটি প্রথম জয়।