শিরোনাম :

  • রবিবার, ৬ জুলাই, ২০২৫

সিলেট আউটার স্টেডিয়াম : গ্যালারি জুড়ে থাকবে ১ হাজার ফলজ ও ঔষধি গাছ

সিলেট প্রতিনিধিঃ

শনিবার সন্ধ্যায় ( ১২ অক্টোবর) সিলেটের আউটার স্টেডিয়াম নির্মাণের কাজ পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এম পি। পরিদর্শনকালে কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। আগামী বছর জুন নাগাদ আউটার স্টেডিয়াম নির্মাণ কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে আউটার স্টেডিয়ামের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আমি আশা করি আগামী বছর জুনের মধ্যেই পুরো স্টেডিয়াম নির্মাণ কাজ শেষ হবে। তিনি আরও বলেন, এ স্টেডিয়াম নির্মাণের মধ্যে দিয়ে দেশের ক্রিকেট নতুন এক উচ্চতায় পৌঁছে যাবে। স্টেডিয়ামটিতে থাকবে নতুনত্বের ছোঁয়া। গতানুগতিক ধাঁচের কোন গ্যালারি থাকবে না। সম্পূর্ণ গ্যালারি হবে সবুজ ঘাসে মোড়ানো। ১০ থেকে ১২ হাজার দর্শকধারন ক্ষমতা সম্পন্ন এ স্টেডিয়ামের গ্যালারি জুড়ে থাকবে ১ হাজার ফলজ ও ঔষধি গাছ ।

এ সময় প্রতিমন্ত্রী গাছ লাগিয়ে গ্রীন গ্যালারির শুভ উদ্বোধন করেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সিলেট জেলা স্টেডিয়ামও পরিদর্শন করেনে ক্রীড়া প্রতিমন্ত্রী । তিনি জেলা স্টেডিয়ামটিকে ১০০ বছরের পুরনো ঐতিহ্যবাহি একটি স্টেডিয়াম উল্লেখ করে অচিরেই প্রয়োজনীয় সংস্কারের আশ্বাস প্রদান করেন। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নেও পদক্ষেপ নিবেন বলে সাংবাদিকদের জানান তিনি।

প্রতিমন্ত্রী নবনির্মিত সিলেট আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সও পরিদর্শন করেন। এ সময় তিনি সুইমিং পুলের সুষ্ঠু ব্যবহার ও রক্ষনাবেক্ষনের ব্যাপারে কর্মকর্তাদের অনুশাসন প্রদান করেন।

পরিদর্শন কালে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেম উপস্থিত ছিলেন।