শিরোনাম :

  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

মিরপুরে পোশাক শ্রমিকদের ঝটিকা অবরোধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রূপনগর এলাকায় ১০ মিনিটের জন্য সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। বুধবার সকাল সাড়ে আটটার দিকে রূপনগর আবাসিক এলাকার প্রধান সড়ক অবরোধ করে বেতন বাড়ানোর দাবিতে স্লোগান দিতে থাকে তারা। শ্রমিকদের একটা গ্রুপ আশেপাশে বিভিন্ন কারখানায় গিয়ে শ্রমিকদের বের করে আনে, পরে ওই শ্রমিকরাও আন্দোলনে যোগ দেয়। এতে পুরো সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং আতংকে দোকানিরা আশেপাশে দোকানপাট বন্ধ করে দেন৷

ঘটনার কিছুক্ষণ পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এনিয়ে টানা তিনদিন এই এলাকায় একই ঘটনা ঘটলো। গত দিইদিনেও এলাকার কয়েকটি কারখানায় ভাংচুরের ঘটনা ঘটেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটি এবং মনিপুর স্কুলের রূপনগর শাখা এবং তানজিমুল উম্মাহ মাদরাসার মিরপুর শাখা, ইংলিশ মিডিয়াম স্কুল প্রিমিয়ার এর শাখাসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান এই এলাকায় অবস্থিত হওয়ায় অভিভাবকদের মধ্যেও আতংক বিরাজ করছে।