মরহুম ব্যারিস্টার মইনুল হোসেনকে ধরতে বাসায় পুলিশ
নিজস্ব প্রতিবেদক: গ্রেপ্তার সংক্রান্ত বিষয় নয়, মৃত্যুসনদ আনতে প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেনের বাসায় যাওয়ার কথা জানিয়েছে পুলিশ। গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম বুধবার রাতে মানবজমিনকে বলেন, চট্টগ্রামের একটি আদালতে বিচারাধীন মামলা নিষ্পত্তি করার স্বার্থে ব্যারিস্টার মইনুল হোসেন এর ডেথ সার্টিফিকেট চাওয়া হয়েছিল। এজন্য গুলশান থানার একজন কর্মকর্তা উনার বাসায় গিয়েছিলেন।
এর আগে ব্যারিস্টার মইনুল হোসেনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল সোমবার দুপুরে একটি মামলার ওয়ারেন্টের কাগজ নিয়ে কয়েকজন পুলিশ সদস্য বারিধারার ২২ দূতাবাস রোডের বাসায় যান। এসময় বাসায় পরিবারের কোনো সদস্য ছিলেন না। পুলিশ সদস্যরা বাড়িতে থাকা কর্মীদের কাছে ব্যারিস্টার মইনুল হোসেনের অবস্থান জানতে চান। তারা পুলিশ সদস্যদের জানান, ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন। তখন পুলিশ সদস্যরা ডেথ সার্টিফিকেট দেখতে চান। এটি দেখানোর পর তারা চলে যান।
গতকাল রাতে গুলশান থানার ওসি অবশ্য মানবজমিনকে জানিয়েছিলেন, গুলশান থানা থেকে কেউ ওই বাসায় গিয়েছিল বলে তার জানা নেই।
উল্লেখ্য, গত বছরের ৯ই ডিসেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও দৈনিক ইত্তেফাকের সাবেক সম্পাদকমন্ডলীর সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন ইন্তেকাল করেন।