শিরোনাম :

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

পৌর নির্বাচনে সেনা মোতায়েনের আলামত আপাতত দেখছি নাঃ সিইসি

CEC-2নিজস্ব প্রতিবেদক : আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হলেও ওই রকম পরিস্থিতির আলামত দেখছে না নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সচিবালয়ে মঙ্গলবার সন্ধ্যায় অফিস ত্যাগের সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমরা আগেই বলেছি, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ রাখার জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করার পর পরিস্থিতি বিবেচনা করব। এ বিষয়ে শনিবার আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক করেছি। সেখানে সারাদেশের পরিস্থিতি পর্যালোচনা করেছি। সমস্ত সংস্থার প্রতিবেদন বিবেচনা করে দেখেছি, যে ওরকম (সেনাবাহিনী মোতায়েন) পরিস্থির আলামত দেখা যায়নি বা সৃষ্টি হয়নি। তবে আমরা পরিস্থির উপর নজর রাখছি।’
‘জনগণ যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং ভোট দিতে পারেন সে ব্যবস্থা করব’ বলেন তিনি।

এর আগে বিকেল পৌনে ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে সিইসি কাজী রকিবউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে যায় বিএনপির প্রতিনিধি দলটি। সেখানে সেনাবাহিনীর মোতায়েনের দাবি করা হয়। সাক্ষাৎ শেষে বিকেল ৫টায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে বের হন।

এ সময় ড. মঈন খান বলেন, গত দুই সপ্তাহে মাঠ পর্যায়ে যেসব পর্যবেক্ষণ করেছি, তাতে দেখেছি, সংঘাত, হানাহানি, মারামারি ও দু’পক্ষের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে। তাই প্রতিটি ভোটার যেন নির্ভয়ে ভোট দিতে পারেন সেজন্য আমরা ভোট কেন্দ্রগুলোতে সেনা মোতায়েনে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি।’

বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তার সঙ্গে ছিলেন- বিএনপি চেয়ারপারসেনর উপদেষ্টা আব্দুল হালিম, ক্যাপ্টেন সুজা উদ্দিন, সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।