শিরোনাম :

  • মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

বার্সেলোনায় মাদারিপুর জেলা সমিতির ইফতার মাহফিল

কবির আল মাহমুদ, স্পেন থেকে: স্পেনের বার্সেলোনায় মাদারীপুর জেলা সমিতির পক্ষ থেকে কমিউনিটির মুসল্লীদের সম্মানে ইফতার ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) বার্সেলোনার মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সংগঠনের সদস্যবৃন্দসহ বার্সেলোনার কমিউনিটির অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে মাদারীপুর জেলা সমিতির সভাপতি শামীম হাওলাদার ও সাধারণ সম্পাদক এনায়েত ঢালী আগত সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।

সংগঠনের সভাপতি শামীম হাওলাদার ও সাধারণ সম্পাদক এনায়েত ঢালীর সার্বিক তত্ত্বাবধানে এবং সদস্যদের সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিলে ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে শান্তি ও অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়।

ইফতার মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বার্সেলোনার রাজনৈতিক নেতৃবৃন্দ স্পেন বাংলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, বার্সেলোনা কমিউনিটির আঞ্চলিক সমিতির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বার্সেলোনাস্থ গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।