ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
করোনায় মৃত্যু বেড়ে ১ লাখ ২৬ হাজার ৫শ’ : আক্রান্ত ২০ লাখ
নিউজ ডেস্ক |
করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাবিশ্বেই মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ২৬ হাজার ৫৫৭ জনের এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ৯১৭ জন। বৈশ্বিক এই মহামারিতে আক্রান্ত ও মৃত্যুর সার্বক্ষণিক হিসাব রাখা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বের প্রায় ২১০টি দেশ ও অঞ্চলে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৮১ হাজার ২৩৯ জন মানুষ।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট ৬ লাখ ৮ হাজার ৫৫৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৪ হাজার ৪২৯ জন।
এরপর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন স্পেনের মানুষ। সেখানে মোট ১ লাখ ৭৪ হাজার ৬০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৮ হাজার ২৫৫ জন।

এই ভাইরাসে তৃতীয় সর্বোচ্চ আক্রান্তের স্থানে রয়েছে ইতালির নাম। সেখানে মোট ১ লাখ ৬২ হাজার ৪৮৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ২১ হাজার ৬৭ জন।