শিরোনাম :

  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

মসজিদে তারাবিহ ও জুমার অনুমতি দিল পাকিস্তান

নিউজ ডেস্ক | করোনা মহামারীর মধ্যেও পবিত্র রমজান মাসে মসজিদে তারাবিহ ও জুমার নামাজ পড়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার।

শনিবার দেশটির ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট আরিফ আলভি এ ঘোষণা দেন। খবর আরব নিউজ।

করোনা পরিস্থিতির মধ্যে মসজিদের তারাবিহ নামাজ আদায় নিয়ে এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন পাক প্রেসিডেন্ট।

বৈঠকে প্রেসিডেন্ট আরিফ বলেন, রমজান মাসে মসজিদে জামাতে তারাবিহ ও জুমার নামাজ আদায়ে শর্তসাপেক্ষ অনুমতি এটি। এ নিয়ে ২০ দফার একটি পরিকল্পনা করা হয়েছে। ধর্মীয় ও বিরোধী নেতাদের সঙ্গে কথা বলেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে ৬ ফুট দূরত্ব বজায় রেখে কাতারবদ্ধ হওয়ার জন্য মুসল্লিদের নির্দেশনা দেয়া হয়েছে।

এ ছাড়া ৫০ বছরের বেশি বয়সের ব্যক্তিদের মসজিদে যাওয়ার অনুমতি দেয়া হবে না বলে জানান তিনি।

এর আগের দিন একই বিষয় নিয়ে পাকিস্তানের জামায়াতে ইসলামীর প্রধান এবং সিনেটর সিরাজুল হক ও জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানসহ ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট আরিফ।

এর আগে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী মোকাবেলার জন্য মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় দেশটির অর্ধশতাধিক আলেম সরকারকে হুশিয়ারি দিয়েছেন।

পাকিস্তানের বেফাকুল মাদারিস আল-আরাবিয়া সংগঠনের শীর্ষ পর্যায়ের আলেমরা ইমরান খানের সরকারকে মঙ্গলবার ওই হুশিয়ারি দেন।

ইমামরা বলেন, মসজিদে নামাজ পড়ার ব্যাপারে কড়াকড়ি আরোপ করবেন না।