ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
গাজীপুরে একদিনে আক্রান্ত রেকর্ড ১০৭ জন, জেলাজুড়ে আতঙ্ক
গাজীপুর প্রতিনিধি |
করোনাভাইরাস একদিনে আক্রান্তের রেকর্ড সৃষ্টি হয়েছে গাজীপুরে। রবিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মৃত এক শিশুসহ ১০৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে জেলায় আক্রান্ত হলেন ২৭৯ জন। তাদের মধ্যে লক্ষণ নিয়ে মত্যু হয়েছে দুজনের। নতুন আক্রান্তদের মধ্যে সাতজন চিকিৎসকও রয়েছেন। সোমবার দুপুরে সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান এসব তথ্য জানান। এদিকে লাফিয়ে লাফিয়ে আক্রান্ত ও মৃত্যুর ঘটনায় গাজীপুরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
সিভিল সার্জন জানান, রবিবার ১৬৩ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। আজ সোমবার সকালে পাওয়া রিপোর্টে দেখা গেছে ১০৭ জনের করোনা পজিটিভ। তাদের মধ্যে নগরীর বোর্ড বাজার এলাকার করোনা লক্ষণ নিয়ে মৃত এক শিশুর নমুনাও ছিল। তারও করোনা পজিটিভ এসেছে। তাকে নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দুজনে দাঁড়াল। এ ছাড়াও আক্রান্তদের মধ্যে সিটি করপোরেশনের কাশিমপুরে অবস্থিত শেখ ফজিলুতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের ৭ ডাক্তারও রয়েছেন। ইতিপূর্বে ওই হাসপাতালের আরো তিন চিকিৎসক ও দুই নার্স আক্রান্ত হয়েছেন। সম্ভবত নতুন আক্রান্তরা তাদের সংস্পর্শে এসেছিলেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার জেলায় সর্বাধিক ৩৭, শুক্রবার ৩১ ও শনিবার ১১ আক্রান্ত হয়েছিলেন। রবিবার ১০৭ জন আক্রান্তের মধ্যে দিয়ে নতুন রেকর্ড হলো গাজীপুরে।
স্বাস্থ্য অধিদপ্তর এরই মধ্যে গাজীপুরকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে গাজীপুরে অধিকসংখ্যক আক্রান্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। একদিনে এত সংখ্যক লোকের আক্রান্তের বিষয়ে সিভিল সার্জন বলেন, গাজীপুরের অনেক গার্মেন্ট খোলা। অনেক গার্মেন্ট কর্তৃপক্ষ বেতন না দেওয়ায় শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করছে। তাদের মধ্যেমে করোনাভাইস জেলায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অধিক পরিমাণে নমুনা সংগ্রহের কারণে অধিক পরিমাণে করোনা পজিটিভ পাওয়া গেছে।