ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
করোনার লক্ষ্মণ নিয়ে সাংবাদিকসহ আরও ১০ জনের মৃত্যু
নিউজ ডেস্ক |
করোনা উপসর্গ নিয়ে জ্যেষ্ঠ সাংবাদিকসহ আরও ১০ জনের মৃত্যু হয়েছে। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল মঙ্গলবার ও আগের দিন সোমবার মারা গেছেন রাজধানীতে সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবীর খোকন, সিলেটে দুই যুবক, বরিশালে দুই নারী, খুলনায় তরুণী, দিনাজপুরে এক নারী, লক্ষ্মীপুরে বৃদ্ধ এবং সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় দুই যুবক। এ নিয়ে করোনা উপসর্গে সারাদেশে মৃত্যু হলো ২৫০ জনের।
তীব্র শ্বাসকষ্ট থাকায় সময়ের আলোর নগর সম্পাদক হুুুুমায়ুন কবীর খোকনকে মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর রিজেন্ট হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সে সময় ফেসবুকে তার স্ত্রী শারমিন রিনা বিষয়টি জানান। এর ঘণ্টাখানেক পরই তার মৃত্যুর খবর আসে।
সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে গতকাল সন্ধ্যা ৭টায় এক যুবকের মৃত্যু হয়। এদিন সকালেই করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হবে। এদিকে জেলার গোয়াইনঘাটে জ্বর, সর্দি, কাশি ও মাথা ব্যথায় সোমবার রাত ৮টার দিকে এক ব্যক্তি (৫৫) মারা গেছেন। তিনি সিলেট শহরতলির খাদিমপাড়ায় রহমানিয়া মাদ্রাসার মুহতামিম ছিলেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক বাকির হোসেন জানান, গতকাল সকাল ৮টার দিকে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন এক নারীর (৫০) মৃত্যু হয়। ভোলা সদর থেকে আসা ওই নারী সোমবার সকালে হাসপাতালে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ভর্তি হন। অন্যদিকে সকাল ১০টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে একই সমস্যা নিয়ে মারা যান পটুয়াখালী সদর উপজেলার এক প্রসূতি (৩০)। দু’জনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, তিন-চার দিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পিরোজপুর সদরের ওই তরুণী সোমবার বিকেলে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের দুহশুহ গ্রামের নিজ বাড়িতে জ্বর, সর্দি, কাশি নিয়ে গতকাল ভোরে মারা গেছেন এক নারী (২২)। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, ওই নারী অসুস্থ হওয়ার বিষয় কেউ আগে থেকে জানায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
লক্ষ্মীপুরের রায়পুর বামনী এলাকায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়িতে গতকাল সকালে মারা গেছেন এক ব্যক্তি (৬৫)। তার নমুনা সংগ্রহসহ ওই বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলীগড়া গ্রামের ১৮ বছরের এক যুবক মারা গেছেন। সোমবার রাত ১০টার দিকে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি। গতকাল সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত যুবক, চিকিৎসক, নার্সসহ আটজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
গলায় টনসিলের সমস্যা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি হন এক যুবক। ভর্তির পর জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে সোমবার রাতে তিনি মারা যান। আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ওই যুবক পেশায় রিকশাচালক ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ মৃতের নমুনা সংগ্রহ করেছে।