শিরোনাম :

  • শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

২৪ ঘন্টায় মারা গেছে ১৩ জন, নতু শনাক্ত ৭০৬

নিজস্ব প্রতিবেদক |

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে ১৩ জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে প্রতিদিনের মত করোনাভাইরাস বিষয়ক সবশেষ আপডেট জানানোর সংবাদ বুলেটিনে এই তথ্য জানাতে পারেনি তারা।

সারা দেশে সবশেষ ২৪ ঘণ্টায় কতজনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হলো, কতজন মারা গেলেন, কতগুলো পরীক্ষা করা হলো অথবা কতজন সুস্থ হয়ে উঠলেন – নিয়মিত সংবাদ বুলেটিনে এই ধরণের তথ্য জানানো হতো।

তবে আজ (৭ই মে) অন্যান্য তথ্য জানানো হলেও গত ২৪ ঘণ্টায় কতজন মারা গেছে সেই তথ্য জানানো হয়নি।

ঐ তথ্য পরবর্তীতে রিপোর্টের মাধ্যমে জানানো হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।

প্রায় তিন ঘণ্টা পরে প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয় যে বাংলাদেশে নুতন করে ১৩ জন মারা গেছে করোনাভাইরাস আক্রান্ত হয়ে।

এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে ১৯৯ জনের মৃত্যু হলো।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০৬ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বাংলাদেশে ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪২৫ জনে।

আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩০ জন এবং এ নিয়ে মোট সুস্থ হলেন ১,৯১০ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫,৮৬৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এনিয়ে মোট ১ লাখ ৫ হাজার ৫১৩ জনের পরীক্ষা করা হয়েছে।

গতকাল (৬ই মে) সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, নমুনা সংগ্রহের দায়িত্ব আইইডিসিআর পালন না করলেও বাড়ি থেকে বাইরে বের হবার ক্ষেত্রে অক্ষম ব্যক্তি এবং শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বাড়ি থেকে নমুনা সংগ্রহ করবে সংস্থাটি।

৬ই মে’র সংবাদ সম্মেলনে নিশ্চিত করা হয় যে বাংলাদেশের ৬৪টি জেলাতেই করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।