ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
ডেইলি স্টার সাংবাদিক সস্ত্রীক করোনা আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক |
এবার শীর্ষ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের একজন সাংবাদিক ও তাঁর স্ত্রী করোনাভাইরাসেে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার করোনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ এসেছে ওই সাংবাদিক ও তার স্ত্রীর । তরুণ এই সাংবাদিক এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই বাসায় অবস্থান করে কাজ করছেন বলে ডেইলি স্টার এর অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে ।
প্রতিবেদনে আরও জানানো হয়, প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য নিজ বাসার কাছাকাছি মুদির দোকান কিংবা কাঁচাবাজারে গেলে সেখান থেকে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন।
আক্রান্ত সাংবাদিক বলেন, ‘আমার ও আমার স্ত্রীর গত কদিন থেকে কাশি হচ্ছে। এজন্য গত রোববার আমরা কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেই।’
তিনি আরও বলেন, ‘আইইডিসিআর আজ মঙ্গলবার এক ই-মেইলে আমাকে জানিয়েছে যে আমার ও আমার স্ত্রীর কোভিড-১৯ পজিটিভ। আমরা এখন চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিত্সা নিচ্ছি। এখন পর্যন্ত আমরা শুকনো কাশি ছাড়া আর কোনো বড় জটিলতায় ভুগছি না।’
দ্য ডেইলি স্টার ওই সাংবাদিক ও তার পরিবারের সব প্রয়োজনে পাশে থাকবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে ।
দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে দ্য ডেইলি স্টার গত ১৫ এপ্রিল থেকে সব বিভাগের কর্মীদের নিজ বাড়ি থেকে কাজ করা বাধ্যতামূলক করেছে।
ঘরে থেকে কাজ করার মাধ্যমেই পত্রিকাটির প্রিন্ট ও অনলাইন সংস্করণ প্রকাশিত হচ্ছে।