শিরোনাম :

  • বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

সিসিকের সাবেক মেয়র কামরানের স্ত্রী করোনা আক্রান্ত

সিলেট প্রতিনিধি |

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী নগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান করোনা আক্রান্ত হয়েছেন।

বুধবার (২৭ মে) ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। তবে বদর উদ্দিন আহমদ কামরানের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
 
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, আক্রান্তের তালিকায় মিসেস কামরানের নাম রয়েছে।
 
এদিকে, বদর উদ্দিন আহমদ কামরানের ব্যক্তিগত সহকারী বদরুল ইসলামও এ তথ্য নিশ্চিত করেন।
 
বুধবার সিলেটের দু’টি ল্যাবে ৪৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪২ জন ও শাবিপ্রবির ল্যাবে ৬ জনের করোনা শনাক্ত হয়। ওসমানী মেডিক্যাল কলেজে আক্রান্তদের সকলেই সিলেট জেলার বাসিন্দা। এবং শাবির ল্যাবে আক্রান্তরা সুনামগঞ্জের। আক্রান্তদের মধ্যে দুই চিকিৎসক, সাংবাদিক, পুলিশ ও ব্যাংকার রয়েছেন।