ফ্যাসিস্টবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে – সালাহউদ্দিন
এবার করোনায় আক্রান্ত হলেন অর্থমন্ত্রীর ছোট ভাই
কুমিল্লা প্রতিনিধি।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে সবার কাছে দোয়া চেয়েছেন চেয়ারম্যান গোলাম সারওয়ার। এর আগে ১৫ জুন কুমিল্লার লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় ভাই আবদুল হামিদ করোনাভাইরাসে আক্রান্ত হন।
শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম বলেন, করোনা পজিটিভ রিপোর্ট আসায় গোলাম সারওয়ার বর্তমানে লালমাই রেডিও স্টেশনের অদূরে দুতিয়াপুরস্থ বাসায় হোম আইসোলেশনে আছেন। বড় ধরনের কোনো উপসর্গ ছাড়াই তিনি সুস্থ আছেন। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
ডিএন/জেএএ

