আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা উন্নতির দিকে
নিজস্ব প্রতিবেদক।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম আজ সোমবার গণমাধ্যমকে বলেন, ‘জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা দিন দিন উন্নতি হচ্ছে৷ গতকালকের চেয়ে আজ আরও ভালো আছেন। তবে গলায় এখনো কিছুটা ব্যথা আছে।’
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৯ মে থেকে জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এখন করোনামুক্ত।
গণস্বাস্থ্য কেন্দ্র থেকে জানানো হয়, জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক মামুন মোস্তাফী ও অধ্যাপক নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
ডিএন/জেএএ