শিরোনাম :

  • বুধবার, ২ জুলাই, ২০২৫

করোনায় খোকার ভাই ক্রীড়া ব্যক্তিত্ব উজ্জ্বলের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক |

বিএনপি’র ভাইস-চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একমাত্র ছোট ভাই ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিএনপি’র মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের চাচা ক্রিড়াবিদ আনোয়ার হোসেন উজ্জ্বল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

দীর্ঘ দিন অসুস্থ থেকে শুক্রবার বিকেল ৫.৩০ মিনিটে ৬৩ বছর বয়সে তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। মারকাজুল আল ইসলামের তত্ত্বাবধানে গোসল শেষে শনিবার সকাল ১০ টায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে সরকারের নির্ধারিত নিয়ম মেনে জানাজা শেষে জুরাইন কবরস্থানে ভাই সাদেক হোসেন খোকার কবরের পাশে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ছিলেন বাংলাদেশের বিখ্যাত একজন ক্রিড়া সংগঠক,
বাফুফের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব এর সাধারণ সম্পাদক এবং পরে ভাইস প্রেসিডেন্ট, পাইওনিয়ার লীগ কমিটির সাবেক চেয়ারম্যান, ডামফা যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দায়িত্বপালন করেছেন তিনি।