ফ্যাসিস্টবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে – সালাহউদ্দিন
করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারুক
নিজস্ব প্রতিবেদক।
এবার প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
গতকাল বুধবার থেকে বরিশাল-৫ (সদর) আসনের এ সংসদ সদস্য হাসপাতালে ভর্তি আছেন।
আজ বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ।
আসিফ আহমেদ জানান, জাতীয় সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করানোর পর পানিসম্পদ প্রতিমন্ত্রীর রিপোর্ট পজিটিভ আসে। এর আগে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। গতকাল সিএমএইচে ভর্তি হন।
পানিসম্পদ মন্ত্রণালয়ের এ জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘যতদূর শুনেছি, স্যার পুরোপুরি সুস্থ রয়েছেন। জ্বর-কাশিসহ তেমন কোনো উপসর্গ নেই।’
প্রাণঘাতী এ ভাইরাসে এর আগে আক্রান্ত হন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তারা সুস্থ হয়েছেন।
ডিএন/সিএন/জেএএ

