ফ্যাসিস্টবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে – সালাহউদ্দিন
তিন জেলায় সড়কে ঝরলো ৮ প্রাণ
দেশনিউজ রিপোর্ট।
কুমিল্লা, রংপুর ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৮ জন প্রাণ হারিয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নিহতদের মধ্যে কুমিল্লায় ৪ জন, গাইবন্ধায় ২ জন ও রংপুরে ২ জন।
রোববার বিভিন্ন সময়ে এসব সড়ক দুর্ঘটনার ঘটে ঘটেছে।
কুমিল্লা: কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি হরিণধরা এলাকায় লবণ বোঝাই ট্রাক ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৪ জন নিহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) দুপুরে এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ১০ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে পুলিশ জানায়, বেলা ১২টার দিকে মহাসড়কের হরিণধরা পল্লীবিদ্যুৎ সাব-স্টেশনের সামনে কুমিল্লা ক্যান্টনম্যান্টগামী একটি যাত্রীবাহী লেগুনার সাথে সিলেটগামী লবণ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন জন মারা যান।
পরে কুমিল্লা ময়নামতি ক্লিনিকে এক নারীর মৃত্যু হয়ে। সংঘর্ষে আরো ১০ জন আহত হয়েছেন।
ময়নামতি ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি সাফায়েত হোসেন জানান, দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে
গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে মাইক্রোবাসের চাপায় রিকশা ভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ এলাকাবাসী। বর্তমানে যান চলাচল স্বভাবিক রয়েছে।
নিহতরা হলেন-রংপুরের পীরগঞ্জ উপজেলার আজমপুর গ্রামের ভ্যানচালক শাফি মিয়া (৩০), জেলার সাদুল্যাপুর উপজেলার জানিপুর গ্রামের সোহেল মিয়ার ছেলে নাহিদ (৬)। এ ঘটনায় বেঁচে গেছেন সঙ্গে থাকা শিশুটির দাদি মমতা বেগম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে থেকে মহেশপুর এলাকায় দায়িত্বপালন করছিলেন গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের একটি টীম।
সকাল সাড়ে ১০টার দিকে একটি মাইক্রোবাস রংপুর থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। পুলিশ মাইক্রোবাসটি থামানোর জন্য সিগনাল দেয়। একই সময়ে বিপরীত দিক থেকে আসা একটি রিকশা ভ্যানকেও আটকানোর চেষ্টাসহ চালককে লাঠি দিয়ে আঘাত করে পুলিশ। এসময় ভ্যানচালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসের সঙ্গে রিকশা ভ্যানটির ধাক্কা লাগে।
এতে ভ্যানচালক ও ভ্যানযাত্রী শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। শিশুটির দাদিকে আহত অবস্থায় উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
এ ঘটনায় হাইওয়ে পুলিশকে দায়ী করে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে স্থানীয়রা। পরে থানা ও হাইওয়ে পুলিশ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে তাদের শান্ত করলে অররোধ প্রত্যাহার করে বিক্ষুদ্ধরা।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি জানান, মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ। পুলিশ দায়িত্ব পালনকালে তাদের কোনো গাফিলতি থাকলে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে। নিহতের মরদেহ হাইওয়ে পুলিশ হেফাজতে আছে বলে জানান তিনি
রংপুর: রোববার সকালে রংপুরের মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন স্ত্রীকে দেখে অফিসে যাওয়ার পথে শঠিবাড়ি পেট্রোল পাম্পের কাছে ট্রাক চাপায় গুরুতর আহত হন স্বামী লাভলু মিয়া। ঘটনাস্থলেই ভাতিজি জুই মারা যান। হাসপাতালে নেয়ার পথে লাভলু মিয়ারও মৃত্যু হয়।
ডিএন/এএন/জেএএ/৫:৩পিএম/২৬৭২০২০১৭
							
    
												  	
																						
									
                    
										
										
										
										
										
										
										
										
										
										