ফ্যাসিস্টবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে – সালাহউদ্দিন
তীব্র যানজট, ১৫ কিলোমিটার হেঁটে পাটুরিয়া ঘাটে
মানিকগঞ্জ প্রতিনিধি।
ঢাকা আরিচা মহাসড়কে সময়ের সাথে সাথে বাড়ছে গাড়ি, বাড়ছে যানজট। সেইসাথে বাড়ছে দুর্ভোগ। এ মহাসড়ক দিয়ে দেশের প্রায় ২১টি জেলার মানুষ ঈদ উদযাপন করতে বড়ির উদ্দেশে যাত্রা করেছেন।
দীর্ঘসময় যানজটে বসে থেকে ধৈর্য হারিয়ে ফেলেছেন অনেকেই। তাই বাস ছেড়ে দিয়ে হেঁটেই পাটুরিয়া ঘাটের দিকে রওয়া হয়েছেন অনেকেই। প্রায় ১৫ কিলোমিটার হেঁটে অনেকেই ঘাটে পৌঁছেছেন।
মহাসড়কের বানিয়াজুড়ি, মহাদেবপুর, বরংগাইল, জোকা এলাকা থেকে ঘরমুখো মানুষ হেঁটেই ঘাটের দিকে রওনা হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়ক ও পাটুরিয়া ঘাট এলাকায় একই চিত্র ছিল।
যাত্রী আশরাফ তরফদার বলেন, ‘সকাল ১০টার দিকে জোকা এলাকায় আসার পর দেখি সামনে পিছেন শুধু গাড়ি আর গাড়ি। উপায় না পেয়ে প্রায় দুই ঘণ্টা হেঁটে পাটুরিয়া পৌঁছেছি।’
আফরোজা তৃষা নামের এক গৃহবধূ জানান, ‘শিশুদের নিয়ে খুবই ভোগান্তিতে পড়েছি। অনেক কষ্টে বাচ্চাদের নিয়ে পাটুরিয়া এলাম। এখন ফেরি বা লঞ্চে দৌলতদিয়া ঘাট হয়ে ফরিদপুর যাবো।’
আব্দুল হক নামে এক যাত্রী বলেন, ‘সড়কে চলার একটুও জায়গা নেই। গাড়ি একটু একটু করে চলে। তাই বাধ্য হয়ে প্রায় ১৫ কিলোমিটার হাঁটতে হয়েছে। তবে পাটুরিয়া ঘাটে এসে তেমন কোনো চাপ দেখতে পাইনি। সব চাপ আজ মহাসড়কে।’
সন্ধ্যার সময় শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ফিরোজ কবির জানান, এখন সড়কে কোনো যানজট নেই। মহাসড়কে গাড়ি চলাচল করতে শুরু করেছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহাকরী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দিন রাসেল জানান, ঘাট বাসের দীর্ঘ সারি থাকলেও কোনো ভোগান্তি নেই। পায়ে হেঁটে আসাতে ফেরিতে যাত্রী পারাপার বেড়েছে বলেও জানান তিনি।
ডিএন/টিএন/জেএএ/৮:৩৭পিএম/৩১৭২০২০২৬