ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনের
ভ্যাক্সিন নিতে নিবন্ধন করেছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক ◾
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাস প্রতিরোধের ভ্যাক্সিন নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করা হয়েছে। সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে বিএনপির নির্ভরযোগ্য সূত্র।
এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ম্যাডাম টিকা গ্রহণ করবেন মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে। তবে কবে টিকা নেবেন তা এখনও নির্ধারিত হয়নি। হলে জানানো হবে।
গত ২৭ এপ্রিল ভর্তির পর এভার কেয়ার হাসপাতাল থেকে ১৯ জুন রাত ৯টার দিকে গুলশানের বাসভবনে ফিরেন খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তার পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর প্রথমে পুরান ঢাকার বিশেষ কারাগার ও পরে কারাবন্দি অবস্থায় বিএসএমইউ’র হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।