• শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

মার্কিন নির্বাচন : ফল গণনায় জো বাইডেন সামান্য ব্যবধানে এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা চলছে। মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত সর্বশেষ হিসাব অনুসারে ২৩৮টি ইলেকটোরাল ভোট নিয়ে সাবেক ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন এগিয়ে আছেন।

আর ট্রাম্প পেয়েছেন ২১৩টি। এখনো সাতটি রাজ্যের ফল ঘোষণা করা হয়নি। বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পেনসিলভানিয়া ও উসকনসিনের ফল ঘোষণার বাকি আছে।

এর অর্থ হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কে বিজয়ী হচ্ছেন, তা এখনই বলা যাচ্ছে না।

রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ২৩টি রাজ্যে জয়ী হয়েছেন। যার মধ্যে ফ্লোরিডা, টেক্সাস অন্যতম। এছাড়াও ইন্ডিয়ানা, কেন্টাকি, মিসৌরি ও ওহাইও রয়েছে।

এসব রাজ্যে ২০১৬ সালেও তিনি বিজয়ী হয়েছিলেন। বাইডেন জয়ী হয়েছেন ২০ রাজ্যে। যার মধ্যে তার নিজ এলাকা ডেলওয়্যারসহ ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্ক অন্যতম।

নেব্রাসকার ভোট ভাগ হয়ে গেছে। সেখান থেকে ট্রাম্প পেয়েছেন তিনটি, আর বাইডেন একটি। মেইনেও বাইডেন জিতেছেন।

প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে হলে ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হবে।

Print Friendly, PDF & Email