শিরোনাম :

  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

প্রণোদনার জন্য করোনা রোগী সেজে ধরা হাসপাতাল কর্মচারী

নিজস্ব প্রতিবেদক।

সরকারি প্রণোদনার টাকার জন্য করোনা পজেটিভের ভুয়া সনদ দেখিয়ে ধরা খেয়েছে রেলওয়ে জেনারেল হাসপাতালের এক কর্মচারী। 

কুতুবে রাব্বানী নামের ওই কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন বলে জানান তার অফিসকে। সেই মোতাবেক কাগজপত্রও দাখিল করে ছুটি কাটান। কিন্তু জাতীয় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (এনএসআই) গোপনে খোঁজখবর নিয়ে জানতে পারে করোনায় আক্রান্ত হননি কুতুবে রাব্বানী। 

জানা যায়, রাব্বানী করোনা পজিটিভের নকল সনদ তৈরি করেন। নিজেই মুগদা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. মৌসুমী সরকারের স্বাক্ষর জাল করে এই সনদ তৈরি করেন তিনি। প্রণোদনার টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে এত কিছু করেন রাব্বানী।

এনএসআইয়ের গোয়েন্দা কর্মকর্তারা জানান, রবিবার (২৮ জুন) বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত  রেলওয়ে কর্মচারী হাসপাতালসহ তার বাসায় অভিযান চালিয়ে কুতুবে রাব্বানীকে করোনা পজিটিভের জাল সনদসহ আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন এন‌এস‌আই এর উপ-পরিচালক মো. ওয়ালিউল্যাহ ও ফিল্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম। এসময় তাদের সহায়তা করে মুগদা থানা পুলিশ।

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের কুতুবে রাব্বানীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তাধীন।

 ডিএন/সিএন/জেএএ