আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
রাজধানীতে চাকরি হারিয়ে কীটনাশক পানে পোশাক শ্রমিকের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক।
রাজধানীর পল্লবীতে চাকরি হারিয়ে আনোয়ার হোসেন মান্নান (৪৫) নামে এক পোশাক শ্রমিক আত্মহত্যা করেছেন।
আজ শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চাকরি চলে যাওয়ায় অভাব ও মানসিক চাপে আনোয়ার হোসেন মান্নান কীটনাশক পানে আত্মহত্যা করেছেন।’
নুরে আলম জানান, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে মিরপুর ১১ নম্বরে একটি বাসায় ভাড়া থাকতেন মান্নান। মিরপুর ১০ নম্বর সেকশনের একটি গার্মেন্টসে চাকরি করতেন তিনি। করোনাভাইরাসের কারণে গত ১০/১৫ দিন আগে তার চাকরি চলে যায়। এ কারণে তার পরিবারে কিছুটা অভাব দেখা দেয়।
মানসিক চাপ সহ্য করতে না পেরে গত বুধবার বাসায় কীটনাশক পান করেন মান্নান। পরে স্বজনরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
মান্নানের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইটাবো বাজার এলাকায়। তার বাবার নাম উকিল উদ্দিন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডিএন/সিএন/জেএএ/১১:২৭পিএম/০৪০৭২০২০২৭