আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
করোনায় এস আলম গ্রুপ ও এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি |
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এস আলম গ্রুপের পরিচালক ( মার্কেটিং) মোরশেদুল আলম (৬৫)। শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে সরকারি জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি সাম্প্রতিক বছরগুলোতে বহুল আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই। সীতাকুণ্ডের এমপি দিদারুল আলমের বেয়াই। করোনা আক্রান্ত হয়ে তিনি সরকারি জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার ভর্তি হয়েছিলেন। মোরশেদুলের শরীরে হার্টে রিং পরানো ছিল বলে জানিয়েছেন চিকিৎসক।
মোরশেদুল আলম এনআরবি গ্লোবাল ব্যাংকেরও পরিচালক তিনি। তার মৃত্যুতে চট্টগ্রামের ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও ফোকাল পার্সন ডা. আবদুর রব মাসুম বলেন, ‘আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। আগে থেকেই তার অবস্থা খুব জটিল ছিল। হার্টে রিং পরানো ছিল। হাসপাতালে ভর্তি হয়েছেন একদিন আগে বৃহস্পতিবার। কিন্তু মারা গেছেন শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে।’