ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
করোনায় মারা গেলেন বরিশাল জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট
বরিশাল প্রতিনিধি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল জেনারেল হাসপাতালের ডার্মাটোলজির সিনিয়র কনসালট্যান্ট ডা. এমদাদুল্লাহ খান মারা গেছেন।
আজ শুক্রবার বিকেল ৫টা ৩৫ মিনিটে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, ডা. এমদাদুল্লাহ খানকে নিয়ে করোনায় আজ পর্যন্ত ৪০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৬ জন চিকিৎসক।
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন ডা. এমদাদুল্লাহ খান।
ডিএন/জেএএ