আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
বারিধারায় সজীব বিল্ডার্সের মালিককে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক।
রাজধানীর বারিধারা এলাকার বাসা থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী আবুল খায়ের। তিনি সজীব বিল্ডার্সের মালিক।
আজ সকালে বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকে আবুল খায়েরের লাশ পাওয়া গেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে ভাটারা থানা পুলিশ।
নিহতের ভাই আব্দুল বারী বাবুল জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ফোনে কেউ একজন বাসা থেকে ডেকে নেয়। তারপর তিনি আর বাসায় ফেরেননি। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো খবর পাননি।
রাতে ভাটারা থানাকেও বিষয়টি জানানো হয়।
ব্যবসায়ী আবুল খায়ের নবসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের ২১ নম্বর রোডের ৬৯২ নম্বর জালাল গার্ডেনে পরিবারসহ থাকতেন।
ডিএন/সিএন/জেএএ/১২:৩৪পএম/৭৮২০২০১০