ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনের
সারাদেশে বই উৎসব ১ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক : ২ জানুয়ারি বই উৎসব পালনের অবস্থান থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। তারাও ১ জানুয়ারি শুক্রবার বই উৎসব করবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে ১ জানুয়ারি শুক্রবার বই উৎসব করার ঘোষণা দিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী ১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের বই উৎসব পালনের কথা জানান। তিনি বলেন, ‘বুধবার শিক্ষামন্ত্রী, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে ১ জানুয়ারি বই উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছেন। কেন্দ্রীয়ভাবে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে সকাল ৯টায় বই উৎসব হবে। এ ছাড়া এ দিন মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হবে।’
এ সিদ্ধান্তের কারণে এখন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের শুক্রবার বন্ধের দিনে বিদ্যালয়ে আসতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদেরও দায়িত্ব পালন করতে হব।
২০১০ সাল থেকে সরকার প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল বই বিনামূল্যে বিতরণ করে আসছে। তখন থেকে ১ জানুয়ারি বই উৎসব করছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কখনও একসঙ্গে, কখনও একই দিনে ভিন্ন স্থানে দুই মন্ত্রণালয় এ উৎসব আয়োজন করেছে। কিন্তু তা কখনও দু’দিনে হয়নি। কিন্তু এবারই প্রথম দুই মন্ত্রণালয় দু’দিন বই উৎসব পালনের ঘোষণা দেয়।
৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ২০১৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিকের বিনামূল্যের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় মিরপুরের ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব হবে।
১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার দিনটিকে সরকার ‘বই উৎসব’ হিসেবে পালন করে থাকে। চলতি শিক্ষাবর্ষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসব পালন করা হয়।
শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, ২০১৬ শিক্ষাবর্ষের প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীর জন্য প্রায় ৩৫ কোটি নতুন বই ছাপা হচ্ছে। এর মধ্যে প্রাথমিকে ১০ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৯৯৭টি, প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের জন্য তিন কোটি ২৮ লাখ আট হাজার, মাধ্যমিকে ১৬ কোটি ৩০ লাখ, ইবতেদায়িতে এক কোটি ৯২ লাখ ৪৭ হাজার, দাখিল ও দাখিল ভোকেশনালে তিন কোটি ৪৬ লাখ ৭৮ হাজার ও এসএসসি ভোকেশনালে ২২ লাখ ৭১ হাজার ৮৩৬টি বই বিনামূল্যে বিতরণ করা হবে।