ফ্যাসিস্টবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে – সালাহউদ্দিন
আবুধাবীতে বাংলাদেশ দূতাবাসে ইফতার মাহফিল
মোহাম্মদ নোমান, আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী দূতাবাসের উদ্যোগে বৃহস্পতিবার দূতাবাস মিলনায়তনে মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে ইফতার পূর্ব সংক্ষিপ্ত অনুষ্ঠানে রমজানের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন দূতাবাসের লেবার সেকশানের আইন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল আলম।
এ সময়ে দূতাবাস প্রধান শহীদুজ্জামান ফারুকী, লেবার কাউন্সিলর মোহাম্মদ আবদুল আলিম মিয়া, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহসভাপতি ইমরাদ হোসেন ইমু, সাধারণ সম্পাদক নাসির তালুকদার, বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার, প্রজন্ম বঙ্গবন্ধুর সভাপতি এসএম রফিকুল ইসলাম, বাংলাদেশ স্কুল অধ্যক্ষ মীর আনিসুল হাসান, জনাতা ব্যাংক সিইও আমিরুল হাসান, বিমানের আবুধাবীর রিজোন্যাল ম্যানেজার সিকে বড়ুয়াসহ নানা পেশার অনেক বিশিষ্ট প্রবাসী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাহে রমজানের ধৈর্য্য আর তাকওয়ার শিক্ষা গ্রহণ করে প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহবান জানান।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোহাম্ম্দ রেজাউল আলম।
							
    
												  	
																						
									
                    
										
										
										
										
										
										
										
										
										
										