শিরোনাম :

  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

‘আইসোলেশন থেকে পালানো’ ৮ বাংলাদেশিকে খুঁজছে মালদ্বীপ

দেশনিউজ ডেস্ক।

মালদ্বীপে আইসোলেশনে থাকা আট বাংলাদেশি করোনা আক্রান্ত ব্যক্তি ‘পালিয়ে গেছেন’ বলে অভিযোগ তুলেছে দেশটির অভিবাসন বিভাগ।

মালদ্বীপের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম ‘আভাস’ শনিবার এই খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইসোলেশনের নীতিমালা না মেনে যেসব প্রবাসী নিজের অবস্থান গোপন করছেন তাদের বিষয়ে তথ্য পেতে একটি অনলাইন সিস্টেম চালু করা হয়েছে।

মালদ্বীপ অভিবাসন দপ্তর বিবৃতিতে বলেছে, প্রবাসীরা যাদের স্পন্সরে অথবা যে কোম্পানির অধীনে মালদ্বীপে আছেন তারা তথ্য দিয়ে সরকারকে সহায়তা করতে পারেন। এ জন্য একটি ইমেইল নম্বর দেয়া হয়েছে।

মালদ্বীপ থেকে ইতিমধ্যে অনেক বাংলাদেশি শ্রমিক দেশে ফিরে এসেছেন। দুই দেশের সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে ওই শ্রমিকদের ফেরত আনা হয়।

মালদ্বীপে এখন পর্যন্ত ২ হাজার ৬১৭ জন নতুন এই রোগটিতে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। ২ হাজার ২৩৮ জন সুস্থ হলেও মারা গেছেন ১৩ জন। এর মধ্যে ৩ জন বাংলাদেশি নাগরিক।

ডিএন/আইএন/জেএএ/৪:২৪পিএম/১২৭২০২০১৬