আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
বাজেটে ঘাটতি মেটাতে ৮৪ হাজার কোটি টাকা ব্যাংক ঋণের প্রস্তাব
২০২০-২১ অর্থবছরের বিশাল বাজেটের ঘাটতি মেটাতে সরকার ব্যাংক থেকে ঋণ নিচ্ছে ৮৪ হাজার ৯৮০ কোটি টাকা।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে ২০২০-২১ অর্থবছরের বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার এই বাজেটে তিনি ৮৪ হাজার ৯৮০ কোটি টাকার ব্যাংক ঋণের প্রস্তাব করেন।
এর আগের বছরের বাজেটে ব্যাংক থেকে ঋণ প্রস্তাব করা হয়েছিলো ৪৭ হাজার ৩৬৪ কোটি টাকা। সেই হিসেবে সরকার নতুন করে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে দ্বিগুণ। তার আগের বছর অর্থাৎ ২০১৮-১৯ সালের ব্যাংক থেকে ঋণ নিয়েছিল ২৯ হাজার ৪৭৯ কোটি টাকা।
প্রায় ৮৫ হাজার কোটি টাকার মধ্যে দীর্ঘমেয়াদী ঋণ নিবে ৫৩ হাজার ৬৫৪ কোটি আর স্বল্পমেয়াদী ঋণ নিবে ৩১ হাজার ৩২৬ কোটি টাকা।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করছি। এর মধ্যে রাজস্ব আদায় ও বৈদেশিক ঋণসহ বাজেটের আয় ধরা হয়েছে ৩ লাখ ৮২ হাজার ১৬ কোটি টাকা। আর ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৬৮হাজার কোটি টাকার।
অর্থাৎ ১ লাখ ৮৯ হাজার ৯৯৭ কোটি টাকা বাজেট ঘাটতি। জিডিপি হিসেবে ৬ শতাংশ ঘাটতি। যা বাংলাদেশের ৪৯তম বাজেটের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘাটতি। ঘাটতির টাকা ঋণ নেয়া হবে ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে।