শিরোনাম :

  • শনিবার, ১২ জুলাই, ২০২৫

বেসরকারি হাসপাতালে চিকিৎসা না দিলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক |

কোনো রোগীকে চিকিৎসা সেবা দিতে অস্বীকৃতি জানালে হাসপাতালের লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

এতে বলা হয়, রোগীর চিকিৎসা সেবা দিতে না চাইলে বিদ্যমান আইনে লাইসেন্স বাতিল কিংবা শাস্তিমূলক ব্যবস্থা কিংবা উভয় পদক্ষেপই নেওয়া হবে।

তিনটি নির্দেশনার উল্লেখ করে মন্ত্রণালয় জানায়, সব হাসপাতাল এবং ক্লিনিকে করোনা উপসর্গ নিয়ে আসা রোগীর জন্য আলাদা ব্যবস্থা থাকতে হবে।

করোনা রোগীদের জন্য যে বিশেষ হাসপাতাল নির্দিষ্ট করা হয়েছে প্রয়োজন হলে কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে সেখানে নিয়মিত রোগীদের চিকিৎসা সুবিধা নিশ্চিত করা।

এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনা আক্রান্ত নয় এমন রোগী, যারা বিভিন্ন হাসপাতালে কিডনি ডায়ালিসিস সেবা নিচ্ছেন তাদের চিকিৎসা চালিয়ে যেতে হবে।